Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ডিসেম্বর ২০২১

বিসিএস পরীক্ষা পদ্ধতি অবহিত করণ

 

❐  ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এ বিসিএস পরীক্ষা পদ্ধতি অবহিত করণ কর্মশালা

 বিগত কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়াদের মধ্যে দিন দিন নারীর সংখ্যা বাড়ছে। ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে যে ২০২০ জন নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে ৬৯৯ জনই নারী। শতকরা হিসেবে যা ৩৪.৬ শতাংশ। কেবল সংখ্যায় নয়, শিক্ষা ব্যাতীত ২০টি ক্যাডারে নিয়োগ পরীক্ষার ৮টিতেই প্রথম হয়েছেন নারী। আর শিক্ষার ৩০টি বিভাগের মধ্যে ১৩টিতেই প্রথম হয়েছেন নারী প্রার্থী। এছাড়া প্রথম ১০ কর্মকর্তার মধ্যে নারী ৬ জন। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে নারী কর্মকর্তার হার ১৭%। এটিকে আরো বেশি বৃদ্ধির লক্ষ্যে নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য “বিসিএস পরিক্ষা পদ্ধতি অবহিতকরন কর্মশালার” অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি ২০১৭ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে বিসিএস পরিক্ষা পদ্ধতি সম্পর্কিত একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ৪০০ মেয়ের উপস্থিথিতে উক্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।


❐  লালমাটিয়া মহিলা কলেজে বিসিএস পরীক্ষা পদ্ধতি অবহিত করণ কর্মশালা

 সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও বিসিএস পরীক্ষা পদ্ধতি অবহিত করণ কর্মশালা কার্যক্রম চালু করা হয়। বিগত বছরের ধারাবাহিকতায় গত ২৭/১০/২০১৮তারিখে লালমাটিয়া মহিলা কলেজে বিসিএস পরিক্ষা পদ্ধতি অবহিতকরন কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় মহিলা শিক্ষার্থীদের বিসিএস পরিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন আ ই ম নেছার উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বেগম মুনিয়া চৌধুরী, সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয় বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা সংক্রান্ত তাঁর অভিজ্ঞতা বিনিময় করেন। উক্ত কর্মশালায় প্রায় ৭০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।