Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ডিসেম্বর ২০২১

বিসিএস উইমেন নেটওয়ার্কের কার্যক্রম ২০১৫-২০১৮

  এক নজরে বিসিএস উইমেন নেটওয়ার্কের কার্যক্রম(২০১৫-২০১৮)

বিসিএস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী
তারিখঃ ১৩/০২/২০১৬

  বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (BICC) ঢাকা।

বিসিএস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিসিএস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ
তারিখঃ ১৩/০২/২০১৬

  বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (BICC) ঢাকা।

বিসিএস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিসিএস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত মেম্বারবৃন্দ
তারিখঃ ১৩/০২/২০১৬

  বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (BICC) ঢাকা।

বিসিএস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

❐  আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উদযাপন

  বিগত ০৮/০৩/২০১৫ তারিখে মুক্তি হল, বিদ্যুৎ ভবনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা করেন ড. নাসিম আখতার হোসাইন, অধ্যাপক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। তিনি আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব এবং নারীদের বর্তমানে করণীয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি সুরাইয়া বেগম এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাডারের ২০০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।


❐  নেটওয়ার্কের অফিস স্থান বরাদ্দ প্রাপ্তি

  গত ২৯/০৪/২০১৫ তারিখ ৪৩, কাকরাইল, ঢাকাস্থ পরিত্যক্ত এনেক্স ভবনের পশ্চিম পার্শ্বে অবস্থিত ৩ (তিন) তলা বিশিষ্ট ভবনটির নীচতলা অফিস স্থান হিসেবে সরকারী আবাসন পরিদপ্তর হতে বরাদ্দ প্রদান করা হয়। গত ১৬/০৪/২০১৫ তারিখ ভবনটির নীচতলা অফিস স্থান হিসবে আবাসন পরিদপ্তর থেকে দখলভার বুঝে নেওয়া হয়।


❐  স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম

 দেশে প্রতিবছর ১ লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৯১ হাজারেরও বেশি মানুষ মারা যান। এর মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হন প্রায় ১৫ হাজার নারী এবং মারা যান প্রায় ৭ হাজার জন। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নারীদের মধ্যে স্তন ক্যান্সারের অবস্থান দ্বিতীয়। দিন দিন এই ক্যান্সারের ভয়াবহতা এবং ক্ষয়-ক্ষতির পরিমান ব্যাপক হারে বেড়ে চলেছে। সঠিক সময়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা পেলে অসংখ্য অনাকাঙ্ক্ষিত মৃত্যু বহুলাংশেই এড়ানো সম্ভব এবং দেশকে অপূরনীয় ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। এ সচেতনতার অভাব বাংলাদেশের অধিকাংশ নারীদের মধ্যে বিদ্যমান। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতন করা এবং সঠিক সময়ে ক্যান্সার নির্ণয় করা অত্যন্ত জরুরি। Cervical of Breast Cancer সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ০৭ নভেম্বর ২০১৫ তারিখে সেগুনবাগিচাস্থ গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক Orientation সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। Cervical & Breast Cancer Screening Program in Bangladesh বিষয়ে প্রকল্প পরিচালক অধ্যাপক আশরাফুন্নেসা এবং Facts about Breast Cancer বিষয়ে পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা অধ্যাপক ডাঃ মোঃ মোশাররফ হোসেন বক্তব্য উপস্থাপন করেন। সুরাইয়া বেগম এনডিসি, সচিব, প্রধামন্ত্রীর কার্যালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


❐  সার্ভিকাল এন্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং প্রোগ্রাম

 সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনরত নারী কর্মকর্তাদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতন করার চলমান কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে বিসিএস উইমেন নেটওয়ার্ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল এন্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং এন্ড ট্রেনিং প্রকল্প) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ২০ জানুয়ারি ২০১৬ এবং ২৩ নভেম্বর ২০১৬ তারিখে দুইটি “সার্ভিক্যাল এন্ড ব্রেষ্ট ক্যান্সার স্ক্রীনিং ক্যাম্প” বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে নেটওয়ার্কের প্রায় ৩০০ জন সদস্য স্ক্রিনিং টেস্ট করেন।


❐  ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 বিসিএস উইমেন নেটওয়ার্ক এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ১৩/০২/২০১৬ তারিখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (BICC) ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সে সাথে আমন্ত্রিত অতিথি হিসেব অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, বিরোধী দলীয় নেতা রওশান এরশাদ, ইসমাত আরা সাদিক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মতিয়া চৌধূরী কৃষি মন্ত্রী, মন্ত্রী পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


❐  আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উদযাপন

 বিসিএস উইমেন নেটওয়ার্কের উদ্যোগে গত ০৮/০৩/২০১৬ তারিখে মুক্তি হল, বিদ্যুৎ ভবন এ আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মতিয়া চৌধুরী, মাননীয় কৃষি মন্ত্রী বিশেষ অতিথি হিসেবে ইসমাত আরা সাদেক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, জনাব মাহমুদ আহমেদ, সিনিয়র সচিব, অর্থ বিভাগ, ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় উপস্থিত ছিলেন। ৩০০ এর অধিক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে নেটওয়ার্কের সভাপতি সুরাইয়া বেগম এনডিসি, সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সভাপতিত্ব করেন।


❐  সীড মানি প্রাপ্তি

 বিসিএস উইমেন নেটওয়ার্কের অনুকূলে জুন/২০১৬ মাসে অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত হতে ৫.০০ কোটি টাকা সীডমানি হিসেবে পাওয়া যায়। উক্ত অর্থ বিসিএস উইমেন নেটওয়ার্কের নামে গত ৩০/০৬/২০১৬ তারিখে ৫.০০ (পাঁচ কোটি) টাকার ১ (এক) বছর মেয়াদী ৫.৫০% হার সুদে একটি এফডিআর ( এফ. ডি. আর নং- FDR-100/AB 0723218/10032) জনতা ব্যাংক, নবাব আবদুল গণি রোড, ঢাকা শাখায় খোলা হয় যা প্রতি বছর পুনরায় নবায়ন করা হচ্ছে।


❐  আয়কর বিষয়ক সেমিনার

  বিসিএস উইমেন নেটওয়ার্ক ও গোল্ডেন বাংলাদেশের যৌথ উদ্যোগে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার অগ্রিম প্রস্তুতি ও রিটার্ন তৈরির পদ্ধতি বিষয়ক সেমিনার গত ২৯/০৯/২০১৬ তারিখে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এতে নেটওয়ার্কের প্রায় ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন।


❐  আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদ্‌যাপন

 বিসিএস উইমেন নেটওয়ার্ক ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ মুন্সিগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়। ঢাকা এবং মুন্সিগঞ্জ জেলার প্রায় ৭০০ সদস্যের উপস্থিতিতে উদ্‌যাপিত অনুষ্ঠানে নারী দিবসের আলোচনার পাশাপাশি পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সায়লা ফারজানার আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানটি মুন্সিগঙ্গে উদযাপন করা হয়।


❐  বিসিএস পরীক্ষা পদ্ধতি অবহিত করণ কর্মশালা

 বিগত কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়াদের মধ্যে দিন দিন নারীর সংখ্যা বাড়ছে। ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে যে ২০২০ জন নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে ৬৯৯ জনই নারী। শতকরা হিসেবে যা ৩৪.৬ শতাংশ। কেবল সংখ্যায় নয়, শিক্ষা ব্যাতীত ২০টি ক্যাডারে নিয়োগ পরীক্ষার ৮টিতেই প্রথম হয়েছেন নারী। আর শিক্ষার ৩০টি বিভাগের মধ্যে ১৩টিতেই প্রথম হয়েছেন নারী প্রার্থী। এছাড়া প্রথম ১০ কর্মকর্তার মধ্যে নারী ৬ জন। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে নারী কর্মকর্তার হার ১৭%। এটিকে আরো বেশি বৃদ্ধির লক্ষ্যে নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য “বিসিএস পরিক্ষা পদ্ধতি অবহিতকরন কর্মশালার” অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি ২০১৭ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে বিসিএস পরিক্ষা পদ্ধতি সম্পর্কিত একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ৪০০ মেয়ের উপস্থিথিতে উক্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।


❐  ঈদ পুনর্মিলনী ২০১৭ উদ্‌যাপন

 বিসিএস উইমেন নেটওয়ার্কের উদ্যোগে গত ০৯/০৭/২০১৭ তারিখে মুক্তি হল, বিদ্যুৎ ভবনে ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী ২০১৭ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ শফিউল আলম, মন্ত্রিপরিষদ সচিব, বিশেষ অতিথি জনাব হেদায়েতুল ইসলাম, সিনিয়র সচিব, অর্থ বিভাগ এবং জনাব মোজাম্মেল হক খান, সিনিয়র সচিব জন প্রশাসন মন্ত্রণালয় উপস্থিত ছিলেন। প্রায় ৩০০ জন সদস্যের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত প্রোগ্রামে নেটওয়ার্কের সভাপতি সুরাইয়া বেগম এনডিসি, সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সভাপতিত্ব করেন।


❐  বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

  পাহাড়ি ঢলে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আগাম বন্যা দেখা দেয়। বন্যায় ক্ষতিগ্রস্থ নারী শিশুদের সাহায্যের জন্য নির্বাহী কমিটির সিদ্ধান্তমতে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোসাম্মৎ নাজমানারা খানুম বরাবর ১.০০ (এক লক্ষ) টাকার চেক হস্তান্তর করা হয় গত ১৭/০৭/২০১৭ তারিখে।


❐  রোহিঙ্গা শরনার্থীদের সহায়তা প্রদান

 গত ২৭/০৯/২০১৭ তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আর্থিক সহায়তা হিসেবে ১.০০ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। নেটওয়ার্কের মহাসচিব মিয়ানমার থেকে আগত শরনার্থী ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন। নারী এবং শিশু শরনার্থীদের দুর্গতির কথা বিবেচনায় এনে নেটওয়ার্ক এর ফান্ড থেকে ১.০০ (এক লক্ষ) টাকা এবং UNICEF এর সাথে যোগাযোগ করে তাদের পক্ষ থেকে স্বাস্থ্য সংক্রান্ত ৫০০ বক্স স্বাস্থ্য কীট বিতরণ করা হয় নভেম্বর ২০১৭ মাসে। টেকনাফ ক্যাম্পে উক্ত বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি এবং নেটওয়ার্কের মহা-সচিব নাসরিন আক্তার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও্ব বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক, কক্সবাজার এবং RRC কমিশনার উপস্থিত ছিলেন।


❐  বার্ষিক সাধারণ সভা ২০১৭ উদ্‌যাপন

 জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর অডিটোরিয়াম; কাকরাইল - এ গত ২৪/১০/২০১৭ তারিখে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেগম মেহের আফরোজ চুমকী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং রেক্টর বিপিএটিসি ও সরকারের সচিব ড. এম আসলাম আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নেটওয়ার্কের সভাপতি সুরাইয়া বেগম এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় ৩০০ জন সদস্য উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে অতিথি বৃন্দের সাথে সিভিল সার্ভিসে নব যোগদানকৃত একজন সদস্য বেগম রুবাইয়া ইয়াসমিন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ তাঁর অভিজ্ঞতা বিনিময় করেন।

❒ ২য় পর্বে নেটওয়ার্কের কার্যক্রম, বাজেট পর্যালোচনাসহ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ নিম্নরূপঃ

ক) ২০১৬-২০১৭ অর্থ বছরের ব্যয় অনুমোদন;
খ) ২০১৭-২০১৮ অর্থ বছরের সম্ভাব্য বাজেট অনুমোদন;
গ) গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদ মোতাবেক গঠিত কার্যনির্বাহী পরিষদ এর গঠন এর সংশোধন পূর্বক ১ জন যুগ্ম-কোষাধ্যক্ষের পদ বৃদ্ধি করে মোট ২১ (একুশ) সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন;
ঘ) ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ অনুমোদন;
ঙ) ১০ সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদ অনুমোদন।


❒ শীতবস্ত্র বিতরন

 দেশের উত্তরাঞ্চল সহ সারাদেশে শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্থ হওয়ায় নেটওয়ার্কের পক্ষ থেকে ৫ টি জেলার প্রতিটিতে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা করে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদানের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মতে সিরাজগঞ্জ, নাটোর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ফরিদপুর জেলার জেলা প্রশাসক এবং উপদেষ্টা, বিসিএস উইমেন নেটওয়ার্ক বরাবর টাকা প্রেরিত হয় গত ২৫/০১/২০১৮ তারিখে। সংশ্লিষ্ট জেলা কর্তৃক গৃহীত কার্যক্রম নিম্নে প্রদর্শিত হলোঃ


❐  আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদ্‌যাপন

 ২০১৮ সালের আন্তর্জাতিক নারী দিবস ১১/০৩/২০১৮ তারিখে মুক্তি হল, বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ প্রধান অতিথি এবং মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় জনাব নজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মুক্ত আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে এটির সমাপ্তি ঘোষণা করা হয়। নেটওয়ার্কের প্রায় ৩০০ সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


❐  বিসিএস পরীক্ষা পদ্ধতি অবহিত করণ কর্মশালা

 সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও বিসিএস পরীক্ষা পদ্ধতি অবহিত করণ কর্মশালা কার্যক্রম চালু করা হয়। বিগত বছরের ধারাবাহিকতায় গত ২৭/১০/২০১৮তারিখে লালমাটিয়া মহিলা কলেজে বিসিএস পরিক্ষা পদ্ধতি অবহিতকরন কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় মহিলা শিক্ষার্থীদের বিসিএস পরিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন আ ই ম নেছার উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বেগম মুনিয়া চৌধুরী, সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয় বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা সংক্রান্ত তাঁর অভিজ্ঞতা বিনিময় করেন। উক্ত কর্মশালায় প্রায় ৭০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


❐  স্কাউট বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম

 স্কাউটিং বিশ্বব্যাপী স্বীকৃত একটি শিক্ষামূলক, অরাজনৈতিক ও স্বেছাসেবী সংগঠন যা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। ছেলেদের পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বাংলাদেশ স্কাউটস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় স্কাউটিং কার্যক্রমে নারীদের অংশগ্রহণ সমহারে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এর সহযোগিতায় বিসিএস উইমেন নেটওয়ার্কের সদস্যদের জন্য ০৮/১২/২০১৮ তারিখে মুক্তি হল, বিদ্যুৎ ভবনে অর্ধদিবসব্যাপী একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। মুখ্য সমন্বয়ক (এস ডি জি), প্রধানমন্ত্রীর কার্যালয় জনাব মোঃ আবুল কালাম আজাদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন ১৫৭ জন সদস্যকে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরন করা হয়।



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon