Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ডিসেম্বর ২০২১

নিউইয়র্কের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে পদোন্নতি দিয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


প্রকাশন তারিখ : 2021-08-03

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) এর ১৮তম ব্যাচের কর্মকর্তা সাদিয়া নিউইয়র্কের ১৫তম কন্সাল জেনারেল হিসেবে ২০১৮ সালের ১ জুন যোগদানের পর থেকেই বহুজাতিক সিটির বিভিন্ন ভাষা-ভাষী মানুষ ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিকে নিবিড়ভাবে সম্পর্কিত করার ক্ষেত্রে অনন্য ভূমিকায় অবতীর্ণ হন। একইসাথে কন্স্যুলার সেবাকে সহজতর করতেও নানা পরিকল্পনা গ্রহণ করেন। করোনা মহামারির মধ্যেও তিনি ছিলেন সরব। স্বাস্থ্যবিধি মেনে সর্বাত্মক সহযোগিতার দিগন্ত প্রসারিত রেখেছিলেন লকডাউনের পুরো সময়। ব্যক্তিগতভাবে তিনি এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার হওয়ায় করোনাকালে প্রবাসীদের নানা চিকিৎসা-সহায়তাও দিয়েছেন টেলিফোন-অনলাইনে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি এবং মুজিববর্ষ উপলক্ষে মার্কিন কংগ্রেসে রেজ্যুলেশন উত্থাপন ছাড়াও নিউইয়র্ক, নিউজার্সি, নিউ অর্লিন্স, জর্জিয়া এবং নিউ হ্যামশায়ার স্টেটের উভয় কক্ষে রেজ্যুলেশন পাশে কর্মরত বীর মুক্তিযোদ্ধাগণের পাশেও ছিলেন সাদিয়া ফয়জুননেসা। এভাবেই শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ সমুন্নত রাখতেও নিরন্তরভাবে সচেষ্ট রয়েছেন এই নারী কূটনীতিক।

১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের পর জাতিসংঘ উইং-এর ডিজি, নিউইয়র্কে বাংলাদেশ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি, ব্যাংককে ইস্ক্যাপের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে এবং জার্মানী, অস্ট্রেলিয়া, চেক রিপাবলিকেও কন্স্যুলার সার্ভিসে অত্যন্ত দক্ষতার পরিচয় দেন।

বিস্তারিত..